স্বাগত বানী

Text size A A A
Color C C C C

স্বাগত বানী

বিদ্যালয়ের নামঃ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল (শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাঙ্গাইল, বাংলাদেশ)।

শ্রেণী ও শাখাঃ প্রাক-প্রাথমিক ও শিশু সহ  মোট ১২ টি শ্রেণীতে সর্বমোট ২৬ টি শাখা আছে।

শিফটঃ ০১ টি (সকাল ০৮ঃ০০ ঘটিকা থেকে দুপুর ০২ঃ০০ ঘটিকা পর্যন্ত)।

বিদ্যালয় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ টাঙ্গাইল শহর থেকে ৩৬ কিমিঃ উত্তর পূর্বে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক থেকে ইংরেজি অক্ষর T (টি) সদৃশ বৃক্ষ বেষ্টিত পিচ ঢালা রাস্তা দিয়া মাত্র তিন কিমিঃ পূর্বে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অবস্থিত। সেনানিবাসের অভ্যন্তরে ৪.২৭ একর সীমানা জুড়ে নৈসর্গিক সৌন্দর্যের এক শান্ত নিবিড় পরিবেশে তিন তলা ভবন বিশিষ্ট বিদ্যালয়টি মাথা উঁচু করে দাড়িয়ে আছে। বিদ্যালয়ের পশ্চিম পার্শে রয়েছে বৃক্ষ বেষ্টিত নয়নাভিরাম পুকুর যা বিদ্যালয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। এছাড়াও দক্ষিন পাশে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী অনুশিলনের জন্য এক সুবিস্ত ‍ৃত মাঠ, পূর্ব পাশে রয়েছে শাল, গজারির  মনোরম প্রাকৃতিক দৃশ্য আর উত্তর পাশে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর আবাসিক ব্যাবস্থা। সর্বোপরি বিদ্যালয়টি একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। ১৯৮৪ সালে বর্তমান স্টেশন সদর দপ্তর শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের নিজস্ব ভবনে ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত প্রাথমিক শাখা নিয়ে বিদ্যালয়টির অগ্রযাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে স্থানীয় কর্তৃপক্ষ তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদার মনোভাবের ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে তৎকালীন নবম পদাতিক ডিভিশনের জি ও সি মহোদয় মেজর জেনারেল এম. নুরউদ্দিন খান, পি এস সি বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ০৪, নভেম্বর ১৯৮৭ সালে।

এভাবে বিদ্যালয়টির পূর্ণাঙ্গতা আসে। অবশেষে ১৯৯০ সালে অত্র বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা এস এস সি পরিক্ষায় অংশগ্রহন করে আশানুরুপ ফল লাভ করতে সক্ষম হয়। এভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতার কারনে বিদ্যালয়টির উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।